২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
সোমবার | দুপুর ২:৪৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মেয়েকে ধর্ষণের ঘটনায় বাবার বিরুদ্ধে মামলা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় কিশোর বয়সী মেয়েকে নিজ ঘরে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ধর্ষক বাবার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

ভুক্তভোগী ঐ কিশোরীর অভিযোগের প্রেক্ষিতে সোমবার সন্ধ্যায় পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকা থেকে অভিযুক্ত স্বপন (৪৫) কে গ্রেপ্তার করে পুলিশ। পরে রাতে তার বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় ধর্ষণ মামলা দায়ের হয়।

মুন্সিগঞ্জ সদর থানার ওসি মো. তারিকুজ্জামান এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, গ্রেপ্তারকৃত স্বপন (৪৫) কে আজ আদালতে প্রেরণ করা হবে। ভুক্তভোগী কিশোরীর ডাক্তারি পরীক্ষার প্রস্তুতি চলছে।

ভুক্তভোগীর বিবরণ ও স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ বছর বয়সী ধর্ষণের শিকার কিশোরীর স্থানীয় বাসা সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নে। প্রায় ৬ মাস আগে তার ও মা-বাবার সাথে সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া হলে দুই মেয়ে ও এক ছেলেকে রেখে মা বিদেশে চলে যান। মা চলে যাওয়ার পর ধর্ষণের শিকার ঐ কিশোরী একই এলাকায় তার দাদীর বাসায় থাকতে শুরু করে। ২৫দিন আগে মেয়েকে নিয়ে মুন্সিগঞ্জ পৌরসভার হাটলক্ষীগঞ্জ এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় চলে আসেন বাবা মো. স্বপন (৪৫)। সেই ভাড়াটিয়া বাসায় প্রতিরাতে জোরপূর্বক মেয়েকে ধর্ষণ করতেন বাবা স্বপন। মেয়েটি বাবার অত্যাচারে টিকতে না পেরে বাড়িওয়ালাকে জানালে সে কারও কাছে বলতে নিষেধ করে এবং বাবা ও মেয়েকে বাড়ি থেকে বের করে দেয়।

ঘটনাটি সে তার নানীকেও জানায়। নানী ঘটনা শোনার পর তিরস্কার করে নানীর বাসায় আর কখনো যেতে নিষেধ করেন। পরে বিষয়টি ভুক্তভোগী কিশোরী তার বাবার বন্ধুর মেয়ের কাছে জানালে স্থানীয়ভাবে বিষয়টি জানাজানি হয়। পরে স্থানীয়দের সহায়তায় ঐ কিশোরী থানায় গিয়ে বাবার বিরুদ্ধে অভিযোগ দিলে পুলিশ তাকে আটক করে।

error: দুঃখিত!