মুন্সিগঞ্জ ৭ ডিসেম্বর, ২০১৯, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ ও নারায়ণগঞ্জের মাঝামাঝি এলাকায় মেঘনা ও ধলেশ্বরী নদীর মোহনায় চর কিশোরগঞ্জে দুই লঞ্চের সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন ১৫ জন। তাদের কয়েকজনের অবস্থা গুরুতর।
আহতদের চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টায় মেঘনা-ধলেশ্বরীর মোহনায় শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকাগামী এমভি মানিক-৪ ও চাঁদপুরগামী বোগদাদীয়া-১৩ লঞ্চের সংঘর্ষ হয়। তখনই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনা কবলিত এমভি মানিক-৪ লঞ্চটিকে ঢাকায় আনা হয়েছে।