১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | সন্ধ্যা ৭:২৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ অনুষ্ঠিত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা ব্যাপী কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ৩ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যরে বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

এর আগে গত বুধবার (২৩ ডিসেম্বর) ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ উদ্বোধনী ম্যাচে সবুজ দল বনাম কালো দল মধ্যকার ও ইকবাল ফাউন্ডেশন বনাম ইউসিএল মুন্সিগঞ্জ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে কালো দল ও ইকবাল ফাউন্ডেশন বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। বিজয়ী দুইদলের মধ্যে আজ বেলা ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলায় ইউসিএল মুুন্সিগঞ্জ ও ইকবাল ফাউন্ডেশন এর মধ্যকার খেলায় ইউসিএল ৩৫ পয়েন্টে চ্যাম্পিয়ন হয়। ইকবাল ফাউন্ডেশন ২১ পয়েন্ট পেয়ে রানার্সআপ হয়।

মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোলের উদ্যোগে বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলা ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সিগঞ্জের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান ও স্থানীয় সমাজকর্মী শারফিন ঢালী।

অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংস্কৃতিক কর্মী মনিরুজ্জামান শরিফ, মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফয়েজ আহম্মেদ পাভেল, পঞ্চসার ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন ঢালী, নারী নেত্রী আখি বেগম, ওয়ালটন পঞ্চসার শাখার ব্রাঞ্চ ইনচার্জ নয়ন সরকার, ডিজাইন স্টুডিওর কর্ণধার মামুন পাশা প্রমুখ।

কাবাডি টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার হিসেবে ছিলো- ওয়ালটন (পঞ্চসার শাখা) ও ডিজাইন স্টুডিও।

মিডিয়া পার্টনার হিসেবে ছিলো- দৈনিক সভ্যতার আলো, রেডিও বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সিগঞ্জ প্রতিদিন, মুন্সিগঞ্জের সময়, মুন্সিগঞ্জ টিভি, নিউজ ৭১ ও বিক্রমপুর টিভি।

ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!