মুন্সিগঞ্জ, ২৫ ডিসেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মহান বিজয় দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মুন্সিগঞ্জ জেলা ব্যাপী কাবাডি টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আজ শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা ৩ টায় মুন্সিগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের ভট্টাচার্য্যরে বাগ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।।
এর আগে গত বুধবার (২৩ ডিসেম্বর) ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ উদ্বোধনী ম্যাচে সবুজ দল বনাম কালো দল মধ্যকার ও ইকবাল ফাউন্ডেশন বনাম ইউসিএল মুন্সিগঞ্জ মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে কালো দল ও ইকবাল ফাউন্ডেশন বেশি পয়েন্ট পেয়ে বিজয়ী হয়। বিজয়ী দুইদলের মধ্যে আজ বেলা ৩ টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।
মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোলের উদ্যোগে বিজয় দিবস ও মুজিব বর্ষ উপলক্ষে বাংলাদেশের জাতীয় খেলা ‘মুজিব বর্ষ কাবাডি টুর্নামেন্ট-২০২০’ আয়োজন করা হয়েছে।
ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুন্সিগঞ্জ শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম মাহতাব উদ্দিন কল্লোল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসির উদ্দিন উজ্জ্বল, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ খোকা, বিশিষ্ট ক্রীড়াবিদ বিমল ঘোষ, টেলিভিশন জার্নালিষ্ট এসোসিয়েশন মুন্সিগঞ্জের সিনিয়র সহ সভাপতি জসিম উদ্দিন দেওয়ান, পঞ্চসার ইউপি সদস্য জাহিদ হাসান, শহিদুল ঢালী ও স্থানীয় সমাজকর্মী শারফিন ঢালী।
কাবাডি টুর্নামেন্টের ইভেন্ট পার্টনার হিসেবে রয়েছে, ওয়ালটন (পঞ্চসার শাখা) ও ডিজাইন স্টুডিও।
মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে, দৈনিক সভ্যতার আলো, রেডিও বিক্রমপুর, আমার বিক্রমপুর, মুন্সিগঞ্জ প্রতিদিন, মুন্সিগঞ্জের সময়, মুন্সিগঞ্জ টিভি, নিউজ ৭১ ও বিক্রমপুর টিভি।
ফাইনাল খেলাটি ‘আমার বিক্রমপুর’ এর ফেইসবুক পেজ থেকে সরাসরি সম্প্রচার করা হবে।