৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ২:০৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মিষ্টি তৈরির কারখানায় অভিযানে ভয়াবহ চিত্র!
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৮ মে ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে মিষ্টি তৈরির কারখানায় অভিযানে ভয়াবহ চিত্র উঠে এসেছে। এসময় প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

আজ সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বাসাইল এলাকায় উৎসব মিষ্টান্ন ভান্ডারের কারখানায় অভিযানে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, রসমালাই, দধি ও ঘি তৈরি করা হচ্ছে। উৎপাদিত রসমালাই ও ঘি তে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করা হচ্ছে না এবং অনুমোদন বিহীন রং দধিতে ব্যবহার করা হচ্ছে। এসময় প্রতিষ্ঠানটির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!