১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১০:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মিষ্টির প্যাকেটে মিললো ৫ হাজার ইয়াবা, গ্রেপ্তার ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৭ জানুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ বিক্রেতা মো. সাদ্দামকে (৩৩) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার দিবাগত গভীর রাত ২ টার দিকে সদর উপজেলার পানহাটা গ্রামে অভিযান চালিয়ে সমুদয় ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করা হয়। ধৃত সাদ্দাম একই গ্রামের আক্তার মোল্লার ছেলে।

ডিবির ওসি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মিষ্টির প্যাকেটের ভেতর অভিনব কায়দায় ইয়াবা মজুদ করে বিক্রির উদ্দেশ্যে পানহাটা গ্রামের ফকির বাড়ি সংলগ্ন সড়কে দুই মাদক বিক্রেতা অবস্থান করছিলো। গোপন সংবাদ পেয়ে গভীর রাতে ডিবির একটি টিম সেখানে অভিযান চালায়। এসময় মাদক বিক্রেতা সাদ্দামকে আটক করতে সক্ষম হলেও অপরজন দৌড়ে পালিয়ে যায়। পরে ধৃত সাদ্দামের কাছে থাকা মিষ্টির প্যাকেট থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করেন ডিবির সদস্যরা।

এ ঘটনায় সদর থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!