৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ৩:৩৭
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মা ইলিশ ধরার সময় ৫২ জেলে আটক
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ অক্টোবর, ২০২০, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

চলতি ইলিশের প্রজনন মৌসুমে সরকারি নিষেধ না মেনে ডিমওয়ালা মা ইলিশ ধরার সময় মুন্সিগঞ্জের পদ্মা নদী থেকে ৫২ জন জেলেকে আটক করা হয়েছে।

জানা যায়, সোমবার (১৯ অক্টোবর) সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীর লৌহজং অংশে মা ইলিশ নিধন করায় ৩৩ জন জেলের প্রত্যেককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ৮ জন জেলের প্রত্যেককে ৫০০০ টাকা করে মোট ৪০ হাজার টাকা, ২.৫ লক্ষ মিটার কারেন্ট জাল ও ৪০ কেজি মা ইলিশ জব্দ করা হয়।

মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর অংশ হিসেবে পদ্মা নদীতে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন লৌহজং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুঃ রাসেদুজ্জামান, এক্সিকিউটিব ম্যাজিস্টেট ইলিয়াস শিকদার ও বিকাশ চন্দ্র বর্মন।

এসময় আরও উপস্থিত ছিলেন, লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আসাদুজ্জামান আসাদ, সহকারী মৎস্য কর্মকর্তা ইদ্রিস তালুকদার।

error: দুঃখিত!