মুন্সিগঞ্জ, ২২ আগস্ট, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মায়ের খুটার আঘাতে ৮ বছরের শিশু দোলা আক্তারের মৃত্যু হয়েছে।
আজ রোববার (২২ আগস্ট) দুপুর ২ টা ৩০ মিনিটে দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের উত্তর ফুরসাইল গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ফুরসাইল গ্রামের দুলাল শেখের (৮) বছরের মেয়ে দোলা আক্তার বাড়ির পাশের পুকুরে নেমে দির্ঘক্ষন যাবৎ গোসল করতে ছিলো। মা রুপা আক্তার দোলাকে পুকুর থেকে উঠতে বললে পুকুর থেকে দোলা না উঠতে চাইলে মা রুপা আক্তার উত্তেজিত হয়ে লোহাকাটের খুটা দিয়ে পানির মধ্যে আঘাত করে। এ সময় ওই খুটা গিয়ে দোলার মাথায় লাগলে দোলা আক্তার রক্তাক্ত গুরুতর জখম হয়।
পরে এলাকাবাসী উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ঘটনার পর থেকে নিহত শিশু দোলা আক্তারের মা রুপা আক্তার পলাতক রয়েছে।
এ বিষয়ে সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগার হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।