১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:০৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মােটরসাইকেল ও ভ্যানের মুখােমুখি সংঘর্ষে নিহত ১
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৯ মে, ২০২২, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মােটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মাে. রিয়াদ হোসেন (২৮) নামে এক মােটরসাইকেল আরােহী নিহত হয়েছে।

সে উপজেলার রশুনিয়া ইউনিয়নের উত্তর তাজপুর গ্রামের আজমল হোসেনের ছেলে।

আজ সােমবার (৯ মে) দুপুর ২ টার দিকে উপজেলার নিমতলা-সিরাজদিখান সড়কের ডাকাতিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মাে. আজগর হােসেন বিষয়টি নিশ্চিত করে জানান, সিরাজদিখান থেকে নিমতলা যাওয়ার পথে ডাকাতিয়াপাড়া নামক স্থানে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা ইঞ্জিন চালিত ভ্যানের সাথে মােটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মােটরসাইকেল চালক রিয়াদ হোসেন ঘটনাস্থলেই মারা যান। লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

error: দুঃখিত!