১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ৮:৫২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাহেদ্র গাড়ি খাদে পড়ে চালক নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ সেপ্টেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিয়ন্ত্রণ হারিয়ে মাহেদ্র গাড়ি খাদে পড়ে পানিতে ডুবে যায়।

এ সময় গাড়ির নিচে চাপা পরে চালক নিহত হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের হীরণর খিলগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত চালক রানাবুল ইসলাম (২৪) ঠাকুরগাঁও জেলার রানীশঙ্কইল থানার কামালপুর গ্রামের রবি ইসলামের ছেলে। সে পরিবারসহ সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের রামকষ্ণদি গ্রামে বাসা ভাড়া নিয়ে থাকতো।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মো. ফরিদ উদ্দিন জানান, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ও এলাকাবাসীর সহযোগিতায় তাকে উদ্ধার করে। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরিবারর পক্ষে থেকে কোন অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে দেওয়া হয়েছে।

error: দুঃখিত!