মুন্সিগঞ্জ, ১৮ আগষ্ট, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরের বিভিন্ন স্থানে মাস্ক না পড়ার দায়ে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাড়ে ৯ হাজার জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে শহরের সুপারমার্কেট, বাসস্ট্যান্ড, সিপাহীপাড়া সহ বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
এতে ৬ টি মামলায় ৯ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয় ও তাদেরকে সতর্ক করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবীর।