১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ১২:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মারামারির মামলার আসামী যুবলীগ সভাপতির পক্ষে মানববন্ধন
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৩ সেপ্টেম্বর, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জে মারামারির মামলার প্রধান আসামী জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি শাহজাহান খাঁনের পক্ষে মানববন্ধন করেছে তার অনুসারী নেতাকর্মীরা।

মুন্সিগঞ্জের গজারিয়ায় জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি’র বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মামলায় ফাঁসানোর প্রতিবাদে উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ার অংশে ভবেরচর বাস ষ্ট্যান্ডে মোহাম্মদ আলী প্রধান প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, টেংগাচর ইউনিয়ন পরিষদের তিন তিনবার সফল নির্বাচিত সাবেক চেয়ারম্যান মুন্সিগঞ্জ জেলা আওয়ামী যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মো. শাহজাহান খান। ইউপি নির্বাচন আসন্ন হওয়ায় শাজাহান খানকে নির্বাচন থেকে দূরে রাখতে বিএনপি-জামাতের এজেন্টরা তাদের নীলনকশা বাস্তবায়ন করতে শাজাহান খানকে মিথ্যা মামলায় ফাঁসিয়েছে।

মূলত রাজনৈতিক প্রতিহিংসায় ঈর্ষান্বিত হয়ে আলহাজ্ব মো. শাহজাহান খানকে অদৃশ্য শক্তির ইশারায় মিথ্যা মামলা দিয়ে ফাঁসানো হয়েছে। শাজাহান খানকে নিরপরাধ দাবি করে এ ঘটনায় প্রকৃত অর্থেই যারা দোষী সঠিক তদন্ত করে তাদের আইনের আওতায় আনার দাবি জানান তারা।

মানববন্ধনে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ ফরাজী, বালুয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাবীব উল্লাহ মেম্বার, সাংগঠনিক সম্পাদক শামসুল হুদা খান মাখন, বাউশিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ার বিপ্লব, যুবলীগ নেতা শাহ আলম, স্বপন মিয়া, দীন ইসলাম দীলা, সাবেক জেলা ছাত্রলীগ নেতা আজিজুল হক পার্থ, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আবুবকর সিদ্দিক, বাউশিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়ের জাহাঙ্গীর, ভবেরচর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি বিল্লাহ হোসেন প্রমূখ।

error: দুঃখিত!