মুন্সিগঞ্জ, ২৯ জুলাই ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে যুবককে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের অভিযোগে সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগ নেতা রায়হান আহম্মেদ রাফি (২৮) ও তার সহযোগীর বিরুদ্ধে মুন্সিগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। মামলার পর অভিযান চালিয়ে ছাত্রলীগ নেতার সহযোগী জুয়েলকে (২৯) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শুক্রবার রাত ৮টার দিকে সদর থানায় এই মামলা হয়। রাতেই শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকা থেকে জুয়েলকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়, শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে সরকারি হরগঙ্গা কলেজের সামনে পূর্ব বিরোধের জের ধরে ছাত্রলীগ নেতা রাফি ও জুয়েলের কাছে মারধর ও মোটরসাইকেল ভাঙচুরের শিকার হন উত্তর ইসলামপুর এলাকার খোরশেদ আলমের পুত্র মুহায়মিন আলম মুন্না। এসময় আসামিরা হত্যার হুমকিও দেন।
মামলার তদন্ত কর্মকর্তা মুন্সিগঞ্জ সদর থানার সাব ইন্সপেক্টটর সজিবুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ভুক্তভোগী মুন্না বাদী হয়ে ছাত্রলীগ নেতা রাফি ও তার সহযোগী জুয়েলের বিরুদ্ধে মামলা করেন। এর পরপরই পুলিশ অভিযান চালিয়ে জুয়েলকে গ্রেপ্তার করে। প্রধান আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, অভিযুক্ত রায়হান আহম্মেদ রাফি মুন্সিগঞ্জ জেলা ছাত্রলীগের সদস্য ও সরকারি হরগঙ্গা কলেজ ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক। সে মুন্সিগঞ্জ শহরের দক্ষিণ কোর্টগাঁও এলাকার ফরহাদ শেখের পুত্র ও অপর অভিযুক্ত মো. জুয়েল একই এলাকার মঙ্গল শিকদার ওরফে মোল্লা শেখের পুত্র।