মুন্সিগঞ্জ, ৩০ এপ্রিল ২০২৩, আমার বিক্রমপুর ডেস্ক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ উঠেছে মাদ্রাসার প্রধান শিক্ষকের বিরুদ্ধে। অভিযোগ স্বীকার করে অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক মো. শফিউদ্দিন (৫১) এ ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছেন।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শফিউদ্দিন উপজেলার টেঙ্গারচর ইউনিয়নের বড় ভাটেরচর গ্রামের মৃত আব্দুল বারেক মুন্সীর ছেলে। সে বড় ভাটেরচর এলাকার মারকাযুল উলূম মাদ্রাসার প্রধান শিক্ষক।
ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা অভিযোগ করে জানান, আমার ১১ বছর বয়সী ছেলে ওই মাদ্রাসাটির আবাসিক ছাত্র। সে নাজেরা বিভাগে পড়তো। গতকাল শনিবার সকাল ১০টার দিকে শিক্ষক শফিউদ্দিন তার রুমে আমার ছেলেকে ডেকে নিয়ে দরজা বন্ধ করে জোরপূর্বক বলাৎকার করলে আমার ছেলে অসুস্থ হয়ে পড়ে। এরপর সে বাসায় এসে ঘটনাটি আমাদের জানায়।
নির্যাতনের শিকার শিক্ষার্থীর অভিযোগ, এর আগেও একবার তার উপর পাশবিক নির্যাতন চালিয়েছিল ওই শিক্ষক। বিষয়টি কাউকে জানালে মারধর করে মাদ্রাসা থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়া হয় তাকে। ভয়ে বিষয়টি কাউকে জানায়নি শিশুটি।
এদিকে ওই শিক্ষক কর্তৃক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ করেছে আরো তিনজন শিক্ষার্থী।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক শফিউদ্দিন ঘটনার সততা স্বীকার করে ক্ষমাপ্রার্থনা করেন।
গজারিয়া থানার ওসি মোল্লা সোহেব আলী জানান, এ ঘটনায় থানায় কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।