মুন্সিগঞ্জ, ১৯ জানুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কাঠাদিয়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম হাফিজিয়া মাদ্রাসা থেকে মো. ইসমাইল (১৪) নামে এক ছাত্র নিখোঁজ হয়েছে। এ ঘটনায় টংগিবাড়ী থানায় সাধারণ ডায়েরি করেছে পরিবার।
ডায়েরি সূত্রে জানা যায়, কাঠাদিয়া মাদ্রাসার আবাসিক শিক্ষার্থী ছিলো ইসমাইল। গেল বুধবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে মাদ্রাসা থেকে ফোন করে পরিবারকে নিখোঁজের খবর জানানো হয়। পরে সম্ভাব্য স্থানগুলোতে খোঁজখবর করেও তার হদিস মেলেনি।
টংগিবাড়ী থানার সাব ইন্সপেক্টর ওয়াসিম আকরাম জানান, থানায় অভিযোগ হয়েছে। নিখোঁজ ছাত্রের বিষয়ে অনুসন্ধান চলছে। ছেলেটিকে কেউ দেখে থাকলে থানায় (০১৯১৩৫৮৭০৭৯) যোগাযোগের অনুরোধ করা হলো।