মুন্সিগঞ্জ, ২২ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে পঞ্চাশোর্ধ এক নারী নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় তার পরিবার মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে দিনযাপন করছেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ১৫ জানুয়ারী নাজমা বেগম তার বাড়ি থেকে বের হয়ে রামপাল ইউনিয়নের হাতিমারাস্থ পানাম মাদরাসায় তার মেয়ে মাদরাসা ছাত্রী লামিহার সাথে দেখা করতে যান। এরপর তিনি আর বাসায় ফিরেননি।
নাজমা বেগম রামপালের বল্লালবাড়ি এলাকার জয়নাল ভূঁইয়ার স্ত্রী।
নাজমা বেগমের পরিবার জানায়, নিখোজেঁর বিষয়ে মুন্সিগঞ্জ সদর থানায় জানুয়ারি মাসের ২২ তারিখে একটি সাধারণ ডায়েরি (১১১৯) করা হয়েছে। তবে পুলিশ এ বিষয়ে কোন অগ্রগতি জানায়নি।
নাজমা বেগমের পরিবার কেউ তার সন্ধান পেলে নিচের নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে। মোবাইল- 01980224775 ও 01703945262।