মুন্সিগঞ্জ, ২৭ জুলাই, ২০২০, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের লক্ষীপুরা গ্রামে মাদ্রাসা শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে একই গ্রামের ভাঙ্গারি ব্যবসায়ী ওয়াহিদ আলীকে (৪৩) গ্রেপ্তার করেছে গজারিয়া থানার পুলিশ।
সোমবার তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান গজারিয়া থানার পরিদর্শক (অপারেশন) উত্তম কুমার রায়।
তিনি বলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে । ভিকটিমকে পুলিশ হেফাজতে আনা হয়েছে। মঙ্গলবার আসামিকে জেলহাজতে ও ভিকটিমের ডাক্তারি পরীক্ষার পর আদালতের নির্দেশনা মতো প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।