মুন্সিগঞ্জ, ২৬ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদক সেবনরত অবস্থায় মাদকসহ ৪ জনকে আটক করেছে মাদকবিরোধী টাস্কফোর্স।
পরে আটক ৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ানা আফরিন।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, আজ সোমবার সকাল সাড়ে ১০ টা থেকে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করে উপজেলার সোনারং ইউনিয়নের আমতলী এলাকার মিন্টু দেওয়ানের বসতঘর থেকে মিন্টু দেওয়ানের স্ত্রী মনি বেগম (৩৫), তোলকাই এলাকার বাবু শেখের ছেলে মো. রাব্বি (২৪), মাঝিবাড়ি এলাকার মৃত মোসলেম মাঝির ছেলে ফরহাদ মাঝি (৩৫) ও বেতকা এলাকার মৃত দবির উদ্দিনের ছেলে শামসুল হক (৪০) হেরোইন ও গাঁজাসহ আটক পূর্বক সেবনরত অবস্থা পাওয়া যায়।
তাদের মধ্যে ১ম আসামিকে এক বছর ও ২য় ও ৪র্থ আসামিকে ৬ মাসের এবং ৩য় আসামিকে ৪ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে ভ্রাম্যমাণ আদালত।