মুন্সিগঞ্জ, ১২ মার্চ, ২০২১, টংগিবাড়ী প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে মাদকাসক্ত পুত্রের বিরুদ্ধে এক বৃদ্ধা পিতা অভিযোগ দায়ের করেছেন।
গতকাল বৃহস্পতিবার (১১ মার্চ) বিকালের দিকে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এর কাছে লিখিত অভিযোগ করেন পিতা মো. আলি খান (৮০)।
তার লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাইচচাইল গ্রামের তার মাদকাসক্ত ছেলে রিপন খান (৪৩) দীর্ঘদিন যাবৎ তাকে ও তার পরিবারকে মারধর করে আসছে। বৃদ্ধ আলী খান তার লিখিত অভিযোগে উল্লেখ করেন মাদকাসক্ত রিপন খান দীর্ঘদিন যাবৎ তার বাড়িতে মাদকাসক্তদের নিয়ে রাতভর আড্ডা ও মাদক কেনাবেচাঁ করছেন।
এ সমস্ত অন্যায় কাজের বিরোধিতা করায় রিপন ও তার দলবল তাকে তার স্ত্রী ও অন্য ছেলেমেয়েদের উপর কয়েকদফা হামলা চালিয়ে তাদের মারধর করেন। এ নিয়ে এলাকায় একাধিক বিচার শালিশী হলেও সে তাদের মারধর অব্যাহত রেখেছে।
আলী খান তার অভিযোগে আরো উল্লেখ করেন, পুত্র রিপন খানের বিরুদ্ধে আখাউড়া থানায় একটি বাস ডাকাতি মামলা ও অস্ত্র মামলা গাজিপুর জেলার টঙ্গি থানায়ও একাধিক মামলা রয়েছে।
আলী খান তার অভিযোগে বৃদ্ধ বয়সে তার জীবনের নিরাপত্তাসহ অন্য ছেলেমেয়ে ও স্ত্রীর জান মালের নিরাপত্তা ও শান্তিতে বসবাসের জন্য নির্বাহী কর্মকর্তার সুদিষ্টি কামনা করেন।
পরে আলি খান বিক্রমপুর টংগিবাড়ী প্রেসক্লাবে এসে সাংবাদিকদের কাছেও অভিযোগ করে বলেন, তার মাদকাশক্ত ছেলে রিপন খানের অত্যাচারে বাড়িতে এক মুহুর্তও নিরাপত্তা বোধ করছেন না। যে কোন মহুর্তে ওই মাদকাসক্ত ছেলে তাকে ও তার পরিবারকে খুন-জখম করে ফেলবে বলে জানান তিনি।
এ ব্যপারে জানতে টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ পারভিন এর সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।