মুন্সিগঞ্জ, ১৪ সেপ্টেম্বর, ২০১৯, বিশেষ প্রতিবেদক (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় মায়ের অভিযোগের ভিত্তিতে মাদক কারবারি ছেলে কাওছার শেখকে (২৭) গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকালে উপজেলার বিবন্দী বাজার সংলগ্ন কাঠের পুল থেকে তাকে গ্রেফতার করা হয়।
কাওছারের মা আলেয়া বেগম জানান, ছেলে মাদক কারবারির সঙ্গে জড়িত রয়েছে। মাদকের টাকার জন্য কাওছার এখন চুরি পর্যন্ত করছে বলে জানতে পারছি। তাই ছেলের অপরাধমূলক কার্যকলাপে দিশেহাড়া হয়ে এখন স্থানীয় মেম্বারের সহযোগিতায় পুলিশকে জানাতে বাধ্য হয়েছি। আমি চাই আমার মতো অন্য কোনো মায়ের সন্তান যেন এভাবে মাদকাসক্ত না হয়।
শ্রীনগর থানার এসআই মো. আনিচুল ইসলাম জানান, কাওছার নামে একজনকে গাঁজাসহ গ্রেফতার করা হয়েছে। সে এলাকায় চিহ্নিত মাদক কারবারি। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।