মুন্সিগঞ্জ, ৯ মার্চ, ২০২২, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মাজারের ওরশ শরীফের মাঠের আস্তানায় অভিযান চালিয়ে ৩ মাদক ব্যাবসায়ী ও ৫ মাদক সেবনকারীকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত।
গতকাল মঙ্গলবার (৮ মার্চ) উপজেলার সিংপাড়া এলাকায় সিংপাড়া মাজারের ওরশ শরীফের মেলায় দুপুর থেকে বিকাল পর্যন্ত মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানে এই কারাদন্ড দেন শ্রীনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব আহমেদ এর মোবাইল কোর্ট।
সূত্রে জানা যায়, মোবাইল কোর্ট পরিচালনা করে মাদকদ্রব্য বেচাকেনা ও প্রকাশ্যে সেবন করার অপরাধে ৩ মাদক ব্যাবসায়ীকে ৩ মাসের ও ৫ মাদক সেবনকারীকে ৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়।
এসময় মুন্সিগঞ্জ মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদর্শক সাইফুল ইসলাম ভূঁঞা উপস্থিত ছিলেন।