৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৩:৪৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাছ ধরার জালে ধরা পড়লো অজগর সাপ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ সেপ্টেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার গনাইসার গ্রামের একটি বিলে স্থানীয়দের মাছ ধরার জালে (চাইয়ে) প্রায় ১১ ফুট লম্বা অজগর সাপ ধরা পড়ে। পরে সেটি বনবিভাগ উদ্ধার করে নিয়ে যায়।

আজ মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) ভোরে বিলের মাঝে মাছ ধরার চাই ওঠাতে গিয়ে সাপটিকে দেখতে পায় স্থানীয় বাবু খান। পরে বাবু খান ও তার বড় ভাই উসমান খান সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের মাধ্যমে উপজেলা বন বিভাগে হস্তান্তর করে।

সাপটির ওজন প্রায় ৯ কেজি বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় বাবু খান জানান, প্রতিদিনের মতো আজ ভোরে মাছ ধরার চাই ওঠাতে যাই। চাই টান দেওয়ার সাথে সাথে সাপটি নড়াচড়া করতে শুরু করে। প্রথমে বড় মাছ ভেবে আমার বড় ভাই ওসমানকে ডাক দেই। পরে চাইটি একটু উপরে ওঠালেই বিশাল অজগর সাপটি দেখতে পাই। পরে সেখান থেকে সাপটিকে উদ্ধার করে স্থানীয় সাংবাদিকদের জানাই। তারপর তাদের মাধ্যমে উপজেলা বন বিভাগের কাছে হস্তান্তর করি।

উপজেলা বন কর্মকর্তা হুমায়ুন কবির‌ খান বলেন, ঘটনাস্থলে গিয়ে সাপটিকে উদ্ধার করা হয়েছে।

error: দুঃখিত!