মুন্সিগঞ্জ, ১৩ ডিসেম্বর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের গজারিয়ায় মাছ কেনার জন্য ঘর থেকে বের হয়ে চার দিন ধরে নিখোঁজ রয়েছেন জাহিদুল ইসলাম অপি (২৩) নামে এক যুবক।
নিখোঁজ অপি গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নের নতুন চাষীচর গ্রামের মালেশিয়া প্রবাসী শাহাআলম মিয়ার ছেলে।
বুধবার (১৩ ডিসেম্বর) পর্যন্ত কোথাও তার সন্ধান পাওয়া যায়নি। এর আগে গেল রোববার সকালে চাষীচর গ্রামের নিজ বাড়ি থেকে বের হয়ে সে নিখোঁজ হয়। এ ঘটনায় নিখোঁজ যুবকের মা ঝর্ণা বেগম ছেলের সন্ধান চেয়ে সোমবার গজারিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
নিখোঁজের পরিবার সূত্রে জানা যায়, রোববার সকালে মাছ কেনার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় অপি। এরপর সে আর বাড়িতে ফেরেনি। ঘটনার দিন সন্ধ্যা পর্যন্ত সে বাড়িতে না ফেরায় আত্মীয় স্বজনসহ সম্ভাব্য স্থানে খোঁজ নেওয়া হয়েছে। রোববার রাত থেকে বুধবার বিকেল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে তার খোঁজে প্রচারণাও চালানো হয়েছে। কিন্তু কোথাও তাকে খুঁজে পাওয়া যায়নি। তাকে খুঁজে না পেয়ে তার পরিবারের লোকজন দিশেহারা হয়ে পড়েছে।
গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা সোহেব আলী বলেন, আমরা বিভিন্ন থানায় জাহিদুল ইসলাম অপির ছবিসহ বার্তা পাঠিয়েছি। তার খোঁজে আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে।