১৩ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৮:৩৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মাছের সাথে লুকিয়ে জাটকা বিক্রির সময় ধরা, ৩৫ মণ জাটকা জব্দ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রিকাবীবাজার মাছ আড়তে অন্যান্য মাছের সাথে লুকিয়ে বিক্রির সময় যৌথ অভিযান চালিয়ে ৩৫ মণ জাটকা জব্দ করেছে সদর উপজেলা মৎস্য অফিস ও মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ি। তবে এসময় কাউকে আটক করতে পারেনি তারা।

আজ শুক্রবার সকাল সাড়ে ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত অভিযান এই পরিচালিত হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. শামসুর রহমান এসব তথ্য নিশ্চিত করে জানান, অন্যান্য মাছের আড়ালে লুকিয়ে জাটকা বিক্রি হচ্ছে এমন খবর পেয়ে অভিযান চালালে তথ্যের সত্যতা মিলে। বেশ কয়েকজন মাছ ব্যবসায়ীর কাছ থেকে ৩৫ মণ জাটকা উদ্ধার করা হয়।

তার দাবি, এসময় পুলিশের উপস্থিতি দেখে পালিয়ে যায় জাটকা বিক্রিকারীরা। তাই কাউকে আটক করা যায়নি।

তিনি জানান, জব্দকৃত জাটকাগুলো মুক্তারপুর নৌ পুলিশ ফাঁড়ির মাধ্যমে স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও দুঃস্থদের মাছে বিতরণ করা হয়েছে।

প্রসঙ্গত, প্রতি বছরের পহেলা নভেম্বর থেকে ত্রিশ জুন পর্যন্ত মোট ৮মাস ১০ ইঞ্চির চেয়ে ছোট ইলিশ ক্রয় বিক্রয় মজুদ এবং ধরা নিষিদ্ধ করেছে সরকার।

error: দুঃখিত!