৮ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৯:১৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মহাসড়কে লরি উল্টে হেলপার নিহত
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১১ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিবেদক (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ার ভাটেরচর এলাকায় সড়ক দুর্ঘটনায় লরির চালক নিহত হয়েছেন। এসময় ঘটনায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে প্রায় ২ ঘণ্টা ঢাকামুখী যানবাহন চলাচল ব্যাহত হয়েছে।

বুধবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি মহাসড়কে উল্টে যায়। সেই লরির নিচে চাপা পড়ে চালক মোহাম্মদ মানিক (২৭) নিহত হন।

খবর পেয়ে গজারিয়া ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে মানিককে উদ্ধার করে গজারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে সেখানকার দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভবেরচর হাইওয়ে পুলিশের পরিদর্শক এসএম রাশেদুজ্জামান জানান, বুধবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়ায় ভাটেরচর এলাকায় ঢাকামুখী লরি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে লরির নিচ থেকে চালককে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, এসময় ঢাকামুখী যানবাহন চলাচলে কিছুটা বিঘ্ন ঘটে। পরে নারায়ণগঞ্জ থেকে ক্রেন এনে মহাসড়ক থেকে লরিটি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

error: দুঃখিত!