১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৩:৪৫
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেল প্রাইভেটকার চালকের
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৭ ফেব্রুয়ারি ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে প্রাইভেটকার চালকের। এসময় সাথে থাকা যাত্রী আহত হন।

বুধবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশের বালুয়াকান্দি সাদ্দাম হাইওয়ে হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে। দুর্ঘটনার শিকার গাড়িটি নোয়াখালির দিকে যাচ্ছিলো।

নিহত প্রাইভেটকার চালকের নাম আব্দুর রহিম (৫০)। সে নোয়াখালী জেলার চাটখিল উপজেলার রেজ্জাকপুর গ্রামের সুরত আলীর ছেলে। আহত অপরজন প্রাইভেটকার যাত্রী অজ্ঞাত পুরুষ (৪৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি রোড ডিভাইডারে ধাক্কা দিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। গুরুতর আহত হন গাড়িতে থাকা এক যাত্রী। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে স্থানীয়রা।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির সাব-ইন্সপেক্টর রিয়াদ হোসেন জানান, নিহতের লাশ হাইওয়ে পুলিশ ফাঁড়িতে রয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়িটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

error: দুঃখিত!