মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সিগঞ্জের গজারিয়া অংশের দড়ি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকা থেকে এক পিকআপ চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃত মনিরুজ্জামান (৪৩) মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার বাগবাড়ী গ্রামের আলেপ শেখের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আজ সোমবার সকাল আটটার দিকে মহাসড়কের পাশে এক মাঝ বয়সী পুরুষের লাশ দেখতে পান তারা। বিষয়টিকে সড়ক দুর্ঘটনা ভেবে থানা পুলিশ এবং হাইওয়ে পুলিশকে জানালে লাশ উদ্ধার করে পুলিশ।
নিহতের শ্বশুর কালাম মোল্লার দাবি, তার মেয়ের জামাই মৃত মনিরুজ্জামান পেশায় একজন পিকআপ ড্রাইভার। ছোট পিকআপ হওয়ায় তার সাথে কোন হেলপার থাকে না। গতকাল সন্ধ্যায় তার সাথে পরিবারের সর্বশেষ কথা হয়েছিল। তিনি গাড়ি নিয়ে চট্টগ্রাম থেকে ঢাকায় আসছিলেন বলে জানান। সকালে পরিবার খবর পায় মহাসড়কের গজারিয়া অংশ থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে। বিষয়টিকে পরিকল্পিত হত্যাকাণ্ড দাবি করে তিনি বলেন, তিনি যদি কোন কারণে গাড়ি থেকে নেমেও থাকেন তাহলে সেটা ঢাকাগামী লেনে হওয়ার কথা কিন্তু তার লাশ পাওয়া গেছে চট্টগ্রামগামী লেনে। এদিকে দুর্ঘটনা সময় আশপাশের কেউ ঘটনাটি স্বচক্ষে দেখেননি।
গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুল ইসলাম বলেন, পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই তার পিকআপটি কেউ নিয়ে গেছে। বিষয়টি দুর্ঘটনা নাকি পরিকল্পিত হত্যাকাণ্ড তা ময়নাতদন্তের পরে নিশ্চিত হওয়া যাবে।