মুন্সিগঞ্জ, ৬ অক্টোবর ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ শহরের পাঁচঘড়িয়াকান্দি এলাকার সিদ্দেশ্বরী লক্ষী নারায়ণ জিউর মন্দিরে রাতের আঁধারে রাধাকৃষ্ণসহ অন্তত ৫ টি মূর্তি ও মন্দিরের দানবাক্স খোয়া গেছে বলে অভিযোগ উঠেছে।
মন্দির সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার দিবাগত রাতের আঁধারে যে কোনো সময় মন্দিরের তালা ভেঙ্গে এ ঘটনা ঘটতে পারে। আজ শুক্রবার ভোরে পূঁজারীরা মন্দিরে গেলে মূর্তি-দানবাক্স খোয়া গেছে বলে দেখতে পেয়ে পুলিশকে খবর দেন।
জেলা পূঁজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন মজুমদারের দাবি, রাতের আঁধারে কলাপসিবল গেটের তালা ভেঙ্গে চোর ঢুকে মন্দির থেকে অষ্ট ধাতুর রাধাকৃষ্ণ এবং ব্রোঞ্জের গনেশ, গোপাল, কৃষ্ণ ও শিবের মূর্তি ও দানবাক্স নিয়ে চম্পট দিয়েছে।
মন্দিরে অনাকাঙ্খিত ঘটনার খবর পেয়ে দুপুর আড়াইটার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস ও জেলা প্রশাসক মো. আবুজাফর রিপন। তারা ঘটনা উদঘাটনের আশ্বাস দিয়েছেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, পুলিশ ঘটনা উদঘাটনে কাজ করছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।