৭ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | রাত ৮:০২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বন্ধুদের সাথে মদ পানের পর যুবকের মৃত্যু
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২২ নভেম্বর, ২০২১, গজারিয়া প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলায় মদ খেয়ে অসুস্থ হয়ে মো. হাকিম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।

নিহত যুবক মো. হাকিম উপজেলার হোসেন্দী ইউনিয়নের ভবানীপুর গ্রামের মৃত আলাউদ্দিন মিয়ার ছেলে।

জানা গেছে, শনিবার (২০নভেম্বর) রাতে হোসেন্দী এলাকায় একটি সামাজিক অনুষ্ঠানে যোগদান করেন মো. হাকিম। পরে সেখানে তার বন্ধুদের সঙ্গে বসে মদ্যপান করেন। পরে বাড়িতে এসে  অসুস্থ হয়ে পড়েন মো. হাকিম।

স্বজনরা অসুস্থ অবস্থায় ওই রাতেই প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে আশঙ্কা জনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজ রবিবার (২১ নভেম্বর) দুপুর  দুইটার দিকে মারা যান তিনি।

তবে এ বিষয়ে নিহত মো. হাকিমের পরিবারে লোকজনের সাথে যোগাযোগ করলে গণমাধ্যমকর্মীদের সাথে কথা বলতে রাজি হননি তারা।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) রইছ উদ্দিন জানান, মদ্যপানে এক যুবক মারা গেছে শুনেছি। তবে এখনো কেউ থানায় অভিযোগ করেনি।

এই বিভাগের সর্বশেষ
ফেইসবুকে আমরা
ইউটিউবে আমরা
error: দুঃখিত!