মুন্সিগঞ্জ, ১ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জ সদরে ৩০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
ডিবি জানায়, আটক ঐ যুবক ভ্যানগাড়িতে করে দোকানে দোকানে রুটি বিক্রির ভান ধরে কৌশলে ইয়াবা বিক্রি করতো।
সোমবার (৩১ আগস্ট) রাতে সদর উপজেলার শিলই ইউনিয়নের শিলই বাজার থেকে ঐ এলাকার আব্দুর রশিদ বেপারীর ছেলে ফরিদ হোসেন (৩৫) কে ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়।
মুন্সিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি মোজাম্মেল হক জানান, তাকে জিজ্ঞাসাবাদে সে এলাকার বেশ কয়েকজন ইয়াবা ব্যবসায়ীর নাম প্রকাশ করেছে যা তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।