১৪ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শনিবার | সকাল ১১:০৯
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ভোটের মাঠে ৭ নারী প্রার্থী
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৯ ডিসেম্বর ২০২৩, শিহাব আহমেদ (আমার বিক্রমপুর)

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হয়ে মুন্সিগঞ্জের ভোটের মাঠে রয়েছেন ৭ নারী প্রার্থী।

এরা হলেন- মুন্সিগঞ্জ ১ আসনে সোনালী আঁশ প্রতীক নিয়ে তৃণমূল বিএনপির অন্তরা সেলিমা হুদা, আম প্রতীক নিয়ে ন্যাশনাল পিপলস পার্টির দোয়েল আক্তার ও ডাব প্রতীক নিয়ে বাংলাদেশ কংগ্রেসের নুরজাহান বেগম রিতা।

মুন্সিগঞ্জ ২ আসনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের প্রার্থী সাগুফতা ইয়াসমিন এমিলি ও ট্রাক প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী সোহানা তাহমিনা।

মুন্সিগঞ্জ ৩ আসনে টেলিভিশন প্রতীক নিয়ে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট-বিএনএফ এর মমতাজ সুলতানা আহমেদ ও একই আসনে কেটলি প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী চৌধুরী ফাহরিয়া আফরিন।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। বর্তমানে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। যা চলবে ৫ জানুয়ারি পর্যন্ত।

error: দুঃখিত!