মুন্সিগঞ্জ, ৩ নভেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুর ১২টা’র দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা মুন্সিগঞ্জ শহর বাজারে মাছের উপর রঙিন বাতি, মিষ্টির দোকানে ডিসপ্লের সাখে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, জেলায় গ্যাস সংকট, রডের দাম ও শ্রেণি নির্ধারণ, সিমেন্ট ব্যাগে বিক্রয়মূল্য, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, মূল্যতালিকা প্রদর্শন, ননজুডিশিয়াল স্ট্যাম্পের দাম বেশি রাখা, ৫০ কেজি চালের বস্তায় চাল কম দেয়া, স্বর্ণ ব্যবসায়ীদের সাথে পাকা রশিদের মাধ্যমে লিখিত চুক্তি করা, হাসপাতাল, ডায়াগনোষ্টিক সেন্টার ও বিভিন্ন ডাক্তারের চেম্বারে ঔষধ কোম্পানির রিপ্রেজেনটেটিভদের দৌরাত্ম্য নিয়ন্ত্রণ, ডায়াবেটিস রোগীদের জন্য খাবার উৎপাদন এসব বিষয়ের উপর আলোচনা করেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শিলু রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ইয়াসিনা ফেরদৌস, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক আসিফ আল আজাদ, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মাহমুদা আক্তার, বিআরটিএ মুন্সিগঞ্জের সহকারি পরিচালক মো. তৌহিদুল ইসলাম তুষার, জেলা আনসার ও ভিডিপির জেলা কমাড্যান্ট তামিমা সুলতানা, মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি শহীদ-ই-হাসান তুহিন, জেলা নিরাপদ খাদ্য অফিসার জুয়েল মিয়া, জেলা তথ্য অফিসের সহকারি অফিসার মো. শাহ আব্দুর রহিম নুরন্নবী, মুন্সিগঞ্জ পৌরসভার নির্বাহী কর্মকর্তা সাইদুল ইসলাম, জেলা খাদ্য নিয়ন্ত্রক অফিসার মো. কামাল হোসেন, বিসিকের উপব্যবস্থাপক মো. আব্দুল্লাহ্, জেলা মৎস্য অধিদপ্তরের উপ সহকারি পরিচালক শাহিনা খান, কেমিষ্ট এন্ড ড্রাগিস্ট সমিতি মুন্সিগঞ্জের সভাপতি নারায়ণ চন্দ্র দাস, ক্যাবের সভাপতি জাহাঙ্গীর সরকার মিন্টু প্রমুখ।