১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ১০:৩৮
মুন্সিগঞ্জে ভূমি অফিসে আগুন পুড়লো গুরুত্বপূর্ণ নথি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২০ ডিসেম্বর, ২০২০, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজলা ভূমি অফিস আগুন লেগে পুড়ে গেছে গুরুত্বপূর্ণ নথি।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এসিল্যান্ডের কক্ষে এসি বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়েছে।

তবে নথির পাশাপাশি আগুনে পুড়ে গেছে একটি ল্যাপটপ, ফ্যান, জানালার পর্দা, একটি ফোন, টিভি, প্রয়োজনীয় কাগজপত্র।

তবে এতে কোনা হতাহতের ঘটনা ঘটনি । আগুন লাগার পরে ভূমি অফিসের নৈশ প্রহরী আগুন নিয়ন্ত্রণে আনেন।

পরে পাশের শ্রীনগর উপজেলা থেকে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণ হয়েছে দেখে ফায়ার সার্ভিসের লোকজন চলে যায়।

ভূমি অফিসের নৈশপ্রহরী মাসুদ বলেন, একজন পথচারী আমাকে এসিল্যান্ড স্যার এর রুমে ধোঁয়া উড়ছে দেখিয়েছে। আমি বাহির হতে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলতে চেষ্টা করি।

রোববার (২০ ডিসেম্বর) সকাল ৮টার দিকে স্যারের দরজা খুলে দেখি আগুনে আসবাব পত্র জ্বলছে। পরে আমি আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। আগুনের সূত্রপাত এসি থেকে হতে পারে।

উপজলা সহকারী কমিশনার (ভূমি) আহম্মেদ সাব্বির সাজ্জাদ বলেন, অফিস থেকে আমাকে আগুনের খবর সকালে জানানো হয়েছে। ক্ষয়ক্ষতি কি হয়েছে পরে বিস্তারিত বলা যাবে। তবে ক্ষয়ক্ষতির পরিমান জানতে রোববার সন্ধায় তার মোবাইলে ফোন দিয়ে তা বন্ধ পাওয়া গেছে।

error: দুঃখিত!