১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:৪৫
মুন্সিগঞ্জে ভাষা দিবসে ‘শেখ রাসেল দেওয়ালিকা’ প্রকাশ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২১ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের লৌহজংয়ে ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ‘শেখ রাসেল দেওয়ালিকা’ প্রকাশিত হয়েছে।

আজ মঙ্গলবার ঐতিহ্যবাহী ব্রাহ্মণগাঁও বহুমুখী উচ্চ বিদ্যালয়ে মহান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শিক্ষার্থীদের কাছ থেকে ভাষা আন্দোলনের উপর স্বরচিত বিভিন্ন লেখা ও চিত্রাঙ্কন নিয়ে  ‘শেখ রাসেল দেওয়ালিকা’ প্রকাশিত হয়।

দেওয়ালিকায় উপদেষ্টা সম্পাদক রমজান মাহমুদ ও সম্পাদক ইসরাত জাহান দায়িত্ব পালন করেন।

‘শেখ রাসেল দেওয়ালিকা’র মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.হোসেন খসরুর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সহকারি প্রধান শিক্ষক মো. শরাফ উদ্দীন, অভিভাবক সদস্য মিজানুর রহমান ঝিলু, শামীম মোড়ল ও আলমগীর শিকদারসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেওয়ালিকায় অংশগ্রহণকারী শিক্ষার্থী ও কবিতা আবৃত্তিতে বিজয়ীদের পুরষ্কৃত করা হয়।

error: দুঃখিত!