মুন্সিগঞ্জ, ২৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে ভাঙ্গন রোধে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ভাঙ্গন কবলিতরা ।
আজ শনিবার বিকাল ৩টার দিকে উপজেলার বালিগাঁও ইউনিয়নের তস্তিপুর এলাকায় তালতলা-ডহরি খালের তীরে এই মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
মানববন্ধন কর্মসূচিতে তস্তিপুর ও সুবচনি এলাকার সহস্রাধিক নারী-পুরুষসহ সহস্রাধিক লোকজন অংশ নেন।
এসময় মানববন্ধনকারীরা জানান, গেল ১৫ বছর ধরে অব্যাহতভাবে প্রতিবছর বর্ষা মৌসুমে তালতলা ডহরি গৌরগঞ্জ খালের তীরে তীব্র ভাঙ্গন দেখা দেয়। এতে করে স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। তাই দ্রুত ভাঙ্গন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি করেন তারা।