৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | বিকাল ৪:৫৪
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ভন্ড কবিরাজের পাল্লায় পরে হাসপাতালে ভর্তি
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ১৭ সেপ্টেম্বর, ২০২০, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরে অজ্ঞান পার্টির খপ্পরে আধারায় ইউনিয়নে একই পরিবারে ৬ সদস্য গুরুতর আহত হয়েছে।

আহতদের মুন্সিগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

গত মঙ্গবার ভোর রাত ২ টার দিকে আধারা ইউনিয়নের সৈয়দপুর এলাকার কালাই দেওয়ানের বাড়িতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালই দেওয়ানের স্ত্রী জৈনবী বেগম (৭০), ছেলে রফজল (৩৫), মেয়ে শেফালী (৫০) ছেলের বউ সুর্বনা (৩০), নাতীন জান্নাতি ও শান্তা।

ভুক্তভোগি কালাই দেওয়ানের বড় ছেলের বউ রুজিনা বেগম (৫০) জানিয়েছেন, আমার ননদ শেফালী রফজলের চিকিৎসার জন্য পাশের গ্রাম জাজিরা থেকে একজন কবিরাজ নিয়ে আসে। সে কবিরাজ মধ্যরাতে রফজল সহ পরিবারের ৬ সদ্যকে একটি করে ডাব খেতে বলে। এসময় ডাবের পানি খেয়ে সকলে মুহুর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। রফজলের কোলের মেয়ে খাবারের জন্য কান্নাকাটি করলে আশপাশের লোক জন আসে।

তিনি আরো জানিয়েছেন, লোকজন আসার আগেই ভন্ড কবিরাজ তিন জোড়া কানের দুল, দুটি গলার চেইন এবং নগদ ৭০ হাজার টাকা নিয়ে চলে যায়। পরে চিতলিয়া নদী পাড় হওয়ার সময় মাঝি বাদশা তাকে সন্দেহভাবে আটক করে এলাকাবাসীর কাছে হস্তান্তর করে।

পরে এলাকাবাসি পুলিশের কাছে তুলে দেয়।

সদর থানার ওসি মো. আনিচুর রহমান জানিয়েছেন, অজ্ঞান পার্টির ভন্ড কবিরাজ কে আমরা উদ্ধার করে থানায় নিয়ে আসি। আটক ভন্ড কবিরাজ নাম আনোয়ার হোসেন (৭০)। সে বরিশালে বাবুগঞ্জের থানা মধাব পাশা ইউনিয়নের পশ্চিম পাংশা গ্রামের মৃত মনসুর হাওলাদের ছেলে। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

error: দুঃখিত!