১৮ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | বিকাল ৩:৪৩
মুন্সিগঞ্জে ব্র্যাক ব্যাংকের ১২০তম শাখা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলার কামারখাড়া বাজারে ব্র্যাক ব্যাংকের ১২০তম এজেন্ট ব্যাংকিংয়ের শাখা উদ্বোধন হয়েছে।

শনিবার বেলা ১২টায় প্রধান অতিথি হিসেবে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতু।

পরে বাজারের পাশের মাঠে নতুন এই শাখা প্রধান এজেন্ট আরিফুর রহমানের সভাপতিত্বে বাজার মাঠের আলোচনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সভ্যতার আলোর সম্পাদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বল, ব্র্যাক ব্যাংকের স্মলিং বিজনেস প্রধান এসএম আলমীর হোসেন।

এছাড়া আরও বক্তব্য দেন কামারখাড়া বাজার কমিটির সভাপিত আনিস হালদার, মুক্তিযোদ্ধা কাজী আব্দুল জাব্বার ও এজেন্ট ব্যাংকিংয়ের রিজিওনাল হেড মোঃ মনির হোসেন।

স্বাগত ভাষণ দেন হেড অব এজেন্ট ব্যাংকিং মো. নাজমুল হাসান।

এর আগে প্রধান অতিথি ব্যাংকটির লাইসেন্স তুলে দেন এজেন্ট আরিফুর রহমানের হাতে।

error: দুঃখিত!