১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | ভোর ৫:১০
মুন্সিগঞ্জে ব্রাজিল সমর্থকদের আনন্দ মিছিল
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ ২৪ নভেম্বর, ২০২২, শহর প্রতিনিধি (আমার বিক্রমপুর)

কাতার বিশ্বকাপ ফুটবলের উম্মাদনা ছড়িয়ে পড়েছে রাজধানীর কাছের মুন্সিগঞ্জ জেলা শহরে।

বৃহস্পতিবার বিকেলে মুন্সিগঞ্জ শহরের ব্রাজিলপাড়া হিসেবে খ্যাত পশ্চিম দেওভোগ এলাকা থেকে হাজারও ব্রাজিল সমর্থক মোটরসাইকেল সহকারে বর্নাঢ্য আনন্দ শোভাযাত্রা বের করে।

এসময় হাজার হাজার ব্রাজিল সমর্থক হলুদ আর সবুজ সার্জি পড়ে বাংলাদেশ ও ব্রাজিলের পতাকা নিয়ে অংশ নেয়। ব্যান্ড পার্টি আর মিউজিকের তালে তালে হলুদ সবুজ আবিরে ছড়িয়ে পড়ে পুরো এলাকা।

ব্রাজিলের ভক্তদের কন্ঠে বেঁজে উঠে প্রিয় দলের বিজয়ের আশা-আকাঙ্খার স্লোগান। শোভাযাত্রাটি পরিণত হয় ব্রাজিল সমর্থকদের মিলনমেলায়।

শোভাযাত্রাটি শহরের পুরাতন কাচারি হয়ে বঙ্গবন্ধু সড়ক ঘুরে পুরাতন বাসস্ট্যান্ড প্রদক্ষিণ করে পুনরায় পশ্চিম দেওভোগে গিয়ে শেষ হয়।

error: দুঃখিত!