মুন্সিগঞ্জ, ৭ এপ্রিল, ২০২২, সদর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের মিরকাদিমে অবস্থিত মুন্সিগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের এক ছাত্রের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত ছাত্রের নাম নয়েল (২৩)। সে কম্পিউটার বিভাগে পড়তো।
গতকাল বুধবার রাত ১০ টার দিকে ইন্সটিটিউট সংলগ্ন ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
হাতিমাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ অমর চন্দ্র দাস এ খবর নিশ্চিত করেন।
তিনি জানান, সে যে ব্যাচেলর মেসবাসায় ভাড়া থাকতো সেখানের লোকজন সারাদিন তার রুম বন্ধ দেখতে পায়। কিন্তু, ইফতারের পরও দরজা না খোলায় তাদের সন্দেহ হয়। তারা পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষকে খবর দিলে তিনি পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙ্গে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।
মরদেহ ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হবে বলে জানান ইনচার্জ অমর চন্দ্র দাস।