১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
বৃহস্পতিবার | রাত ২:৫৬
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে ব্যাংক থেকে গ্রাহকের ১ লাখ টাকা খোয়া
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ ডিসেম্বর, ২০২২, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ শাখা থেকে এক গ্রাহকের হেফাজত থেকে ১ লাখ টাকা খোয়া গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ব্যাংক কতৃপক্ষ জানিয়েছে, ব্যাংকে থাকা সিসিক্যামেরার সূত্র ধরে সন্দেহভাজনদের শনাক্তের চেষ্টা চলছে।

আজ মঙ্গলবার সকাল ১১ টা’র দিকে মুন্সিগঞ্জ শহরের কাচারি এলাকায় সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ শাখার নিচতলায় ক্যাশ কাউন্টারের সামনে এ ঘটনা ঘটে।

ব্যাংক গ্রাহক মুন্সিগঞ্জ শহরের শ্রীপল্লী এলাকার মেসার্স মেগা ইলেকট্রনিক্স এন্ড রেফ্রিজারেটরের স্বত্বাধিকারী গাজী লিটন জানান, সকালে আমার প্রতিষ্ঠানের ম্যানেজার আবুল কালাম ডাঁচ বাংলা ব্যাংক মুন্সিগঞ্জ শাখা থেকে ৫লাখ টাকা তুলে সোনালি ব্যাংক মুন্সিগঞ্জ শাখায় আমার এক স্বজনের ব্যাংক অ্যাকাউন্টে জমা দিতে গেলে সেখানে থাকা দুইজন ব্যক্তি ধারালো ব্লেড জাতীয় বস্তুর সাহায্যে ব্যাগ কেটে পরস্পর যোগসাজশে সুপরিকল্পিতভাবে ১ লাখ টাকা নিয়ে চম্পট দেয়। টাকা জমা দেয়ার সময় তিনি বিষয়টি টের পান।

তিনি জানান, ব্যাংকে থাকা সিসিক্যামেরা পর্যবেক্ষণ করে দুইজন ব্যক্তিকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে বিষয়টি জানানো হয়েছে। তারা ঘটনাস্থলে রয়েছে।

সোনালী ব্যাংক মুন্সিগঞ্জ শাখার প্রিন্সিপাল অফিসার মো. শরিফ উদ্দিন আহমেদ জানান, ‘ভুক্তভোগী গ্রাহকের দাবি অনুযায়ী তার ব্যাগে ৫ লাখ টাকা ছিলো এবং তাকে আগে থেকেই অনুসরণ করছিলো দুইজন অপরিচিত ব্যক্তি।’

তিনি বলেন, ‘সিসিক্যামেরায় যা দেখলাম, উনি যখন কাউন্টারে জমা রশিদ লিখছিলেন তখন ঐ দুইজনের মধ্যে একজন বা পাশে ছিলো ঐসময় হয়তো ঘটনাটি ঘটেছে। গ্রাহকের দাবি তার ১ লাখ টাকা খোয়া গেছে। সিসিক্যামেরায় সন্দেহভাজনদের চেহারা ধরা পড়েছে। তাদের শনাক্তে পুলিশ ও গোয়েন্দারা কাজ করছে।’

error: দুঃখিত!