মুন্সিগঞ্জ, ২ ফেব্রুয়ারি, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগরে উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অধীর চন্দ্র দত্তের বড় ভাই সত্যরঞ্জন দত্ত (৬৪) এর মরদেহ পাওয়া গেছে। স্বজনদের অভিযোগ, তাকে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা।
বুধবার রাত ১০ টা’র দিকে উপজেলার পাটাভোগ ইউনিয়নের জশুরগাও এলাকায় খোজাখুজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুর পাড়ে তার ক্ষতবিক্ষত মরদেহ দেখতে পায় স্বজন ও স্থানীয়রা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, তার বুকে ৩টি ও পিঠের ডান ও বাম পাশে ২টি সহ মোট ৫টি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
মৃত সত্যরঞ্জন দত্ত উপজেলার পাটাভোগ ইউনিয়নের জুশুরগাও এলাকার মৃত ননী গোপাল দত্তের ছেলে। উপজেলার শ্রীনগর বাজার এলাকায় এম রহমান কমপ্লেক্সের সামনে তার একটি গোখাদ্য বিক্রির দোকান রয়েছে।
পরিবারের স্বজনরা জানান, প্রতিদিন রাত ৭-৮ টা’র পরপর দোকান বন্ধ করে তিনি বাসায় ফিরেন। তবে আজ নির্দিষ্ট সময় থেকে বেশি সময় পার হয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় স্বজনরা আশপাশে তাকে খুঁজতে বের হলে বাড়ির পাশের পুকুর পাড়ে তার মরদেহ দেখতে পান। তার শরীরে একাধিক ধারালো ছুরিকাঘাতের চিন্থ রয়েছে৷
শ্রীনগর থানার ওসি আমিনুল ইসলাম বলেন, পুলিশ খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। মৃতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।