১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ
শুক্রবার | দুপুর ২:১২
Search
Close this search box.
Search
Close this search box.
মুন্সিগঞ্জে বোনকে কিডনি দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলো ভাই
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৩ মার্চ, ২০২৪, আতিকুর রহমান টিপু (আমার বিক্রমপুর)

নিজের কিডনি দিয়ে মৃত্যু পথযাত্রী বোনকে বাঁচিয়ে প্রমাণ করলো ভাই সম্পর্ক কতটা বড়। এমনই দৃষ্টান্ত স্থাপন করলো মুন্সিগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভার এক ভাই তার বোনের জন্য।

আবেগে আপ্লুত হয়ে এ মহত্বের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে অনেকে।

জানা যায়, মিরকাদিমের রামগোপালপুর এলাকার নুরে বাশার সাথিল (৩৩) তার বোন লাবিবা সুমাইয়া আইভিকে (২৯) গেল ৪ দিন আগে তার একটি কিডনি প্রদান করেন।

সুমাইয়া বেশ কয়েকদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন। চিকিৎসকরা সম্প্রতি তার কিডনি প্রতিস্থাপনের কথা জানালে পরিবার মহা দুশ্চিন্তায় পড়েন। পরে বোনের জন্য কিডনি দিতে আগ্রহ প্রকাশ করেন নুরে বাশার সিথিল।

মিরকাদিম পৌরসভার সাবেক মেম্বার ও বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন মেম্বারের নাতি সাথিল ও  সুমাইয়া রামগোপালপুরের আবুল বাসারের সন্তান।

 

error: দুঃখিত!