প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়ন ও তত্ত্বাবধান এবং মুন্সিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ জুন) জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসক সায়লা ফারজানা সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মৃণাল কান্তি দাস।
সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপ সচিব শেখ মোহাম্মদ রিফাত আলী।
প্রধান অতিথির বক্তব্যে মৃণাল কান্তি দাস বলেন, ‘বিদেশগামী জেলা হিসেবে প্রথম সারিতে আছে মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জে খুব শীঘ্রই বিদেশগামীদের জন্য সরকার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) নির্মাণ করতে যাচ্ছে। বর্তমানে এর কাজ দ্রুত এগিয়ে চলছে। এর যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে।
তিনি এসময় আরও বলেন, ‘অভিবাসন খাতে নতুন করে আরেক সমস্যা তৈরি হয়েছে। কিছু বাংলাদেশী বাংলাদেশের পাসপোর্ট নিয়ে স্টুডেন্ট ভিসায় বিশেষত অষ্ট্রেলিয়াতে গিয়ে নিজেদের পাসপোর্ট ছিড়ে ফেলে দিয়ে নিজেদেরকে রোহিঙ্গা পরিচয় দিয়ে সেখানে শরনার্থী হিসেবে আশ্রয় নিচ্ছে। কিন্তু তারা কিভাবে ভবিষ্যৎয়ে পাসপোর্ট ছাড়া দেশে ফেরত আসবে সেটা ভাবছে না’
অনুষ্ঠানে বেসরকারি উন্নয়ন সংস্থা ওকাপ মুন্সিগঞ্জ ফিল্ড অফিসের মাঠ কর্মকর্তা জনাব ইউজিন ম্রং সুপারিশ করে বলেন, জেলা পর্যায়ে বৈধ রিক্রুটিং এজেন্সির বিস্তার করা গেলে দালালের দৌরাত্ম্য কমে সাধারণ মানুষের প্রতারিত হওয়ার ঝুকিও কমবে।