মুন্সিগঞ্জ, ১৬ আগষ্ট, ২০২০, শ্রীনগর প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার বাড়ৈখালীতে খালে গোসল করতে গিয়ে ডুবে সামিয়া আক্তার (৮) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) দুপুর ১ টার দিকে এই ঘটনা ঘটে। সামিয়া পার্শ্ববর্তী সিরাজদিখান উপজেলা চিত্রকোট গ্রামের আব্দুস ছাত্তারের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ৈখালী বাজারের পূর্ব পাশের খালে শিশু সামিয়া গোসল করতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে এলাকাবাসী শিশুটির মরদেহ উদ্ধার করে।
জেলা পরিষদের সদস্য বাড়ৈখালী ইউপি সাবেক চেয়ারম্যান মো. ইকবাল মাষ্টার জানান, শিশুটি বাড়ৈখালীতে তার নানার বাড়িতে বেড়াতে এসেছিল। খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। শিশুটি সাঁতার জানতো না।