২০শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
সোমবার | রাত ১০:২২
মুন্সিগঞ্জে বেশি দামে বীজ ও কিটনাশক বিক্রি করায় জরিমানা
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৬ মার্চ, ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ শহরের পৌর মার্কেট এলাকায় বেশি দামে বীজ ও কীটনাশক এবং মেয়াদোত্তীর্ণ সার বিক্রির অপরাধে একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ।

ভোক্তা অধিকার প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল রোববার দুপুর ১২টা’র দিকে পৌরমার্কেট এলাকায় লিয়াকত ট্রেডার্সে অভিযানে দেখা যায়, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে বীজ ও কিটনাশক এবং মেয়াদোত্তীর্ণ সার বিক্রি করা হচ্ছে। এসময় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরে মুক্তারপুর পাইকারী ফলের আড়ৎগুলোতে তরমুজ ও অন্যান্য ফল সামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা এবং ক্রয়-বিক্রয়ের রশিদ প্রদান করার জন্য বলা হয়।

অভিযান পরিচালনা করেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আব্দুস সালাম।

error: দুঃখিত!