১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
শুক্রবার | রাত ৮:০৮
মুন্সিগঞ্জে বেকারিতে ভোক্তা অধিকারের অভিযান
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ২৪ ফেব্রুয়ারি, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের টংগিবাড়ীতে একটি বেকারিতে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ। এসময় আরও দুইটি মুদি দোকানে অভিযান চালায় তারা।

আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) টংগিবাড়ি উপজেলার সেরাজাবাদ বাজার এলাকায় এই অভিযান চালানো হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানের সময় বেকারিতে মনিটরিং করে দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি করা হচ্ছে। ননফুডগ্রেড কালার ব্যবহার করে খাবার তৈরি করা হচ্ছে। খাবারে উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছে না।

অন্যদিকে মুদি দোকান দুটিতে দেখা যায়, মেয়াদোত্তীর্ণ খাদ্য পন্য বিক্রয়ের জন্য প্রদর্শন করা হচ্ছে ও পণ্যসামগ্রীর মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছে না। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী এসময় প্রতিষ্ঠান ৩টিকে জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করেন, টংগিবাড়ি থানা পুলিশের একটি টিম ও উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আসিফ আল আজাদ।

error: দুঃখিত!