২৩শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
রবিবার | রাত ৪:৪৪
মুন্সিগঞ্জে বেকারিতে অভিযানে পাওয়া গেল ক্ষতিকর লবণ
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৪ জুন ২০২৩, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জ সদরের রামপালে বেকারিতে অভিযানে ক্ষতিকর অ্যামোনিয়াম সালফেট লবণ পাওয়া গেছে। পরে প্রতিষ্ঠানটিকে দশ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, রোববার দুপুর সাড়ে ১২ টার দিকে সদর উপজেলার রামপাল ইউনিয়নের কোদাল ধোয়া এলাকায় নিহার বেকারীতে মনিটরিংয়ে দেখা যায়, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছে, উৎপাদিত খাবারে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য উল্লেখ করা হচ্ছে না এবং নিষিদ্ধ অ্যামোনিয়াম সালফেট লবণ ব্যবহার করা হচ্ছে। এসময় প্রতিষ্ঠানটির কাছ থেকে দশ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জের সহকারি পরিচালক আব্দুস সালাম এসব তথ্য নিশ্চিত করেন।

error: দুঃখিত!