১১ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ
মঙ্গলবার | রাত ১০:০৬
মুন্সিগঞ্জে বিয়ে বাড়িতে রোষ্ট বেশী খাওয়ার অপরাধে নারীকে মারধর
খবরটি শেয়ার করুন:

মুন্সিগঞ্জ, ৩০ মার্চ, ২০২১, বিশেষ প্রতিনিধি (আমার বিক্রমপুর)

মুন্সিগঞ্জের শ্রীনগরে বিয়ে বাড়িতে মুরগীর রোষ্ট বেশী খাওয়ার অপরাধে সাবেক এক মহিলা ইউপি সদস্যের হাতে এক নারী মারধরের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে।

গত রোববার (২৮ মার্চ) দুপুর ২টার দিকে উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের জগন্নাথপট্রি গ্রামে এ ঘটনা ঘটে।

ভূক্তভোগী পরিবারের সদস্য স্বাধীনা জানায়, তারা একই গ্রামের কাসেম মৃধার মেয়ের বিয়ের দাওয়াতে আসেন। এ সময় তারা স্বপরিবারে এক টেবিলে খাবার খেতে বসলে প্রবাসী রতনের স্ত্রী শাহিদা মুরগীর দুইটি রোষ্ট খেয়ে ফেলে। অতিরিক্ত একটি রোষ্ট বেশী খাওয়ার অপরাধে সাবেক ইউপি সদস্য আনোয়ার আলী মৃধা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। একপর্যায়ে সাবেক ইউপি সদস্য শাহিদাকে খাবার টেবিলেই মারধর শুরু করে মাটিতে ফেলে দেয় এবং তার গলায় পাড়া দিয়ে রোষ্ট বের করে ফেলবো বলে চিৎকার করতে থাকে। এতে করে শাহিদা অসুস্থ হয়ে পরলে বিয়ে বাড়িতে দাওয়াতি অন্যান্য মেহমানগন ছুটে এসে শাহিদাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এ সময় অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকায় প্রেরন করেন।

এ বিষয়ে সাবেক ইউপি সদস্য আনোয়ার আলী মৃধার কাছে জানতে চাইলে তিনি বলেন, বিয়ে বাড়িতে অন্যান্য আরো মেহমান খাবার খেতে বাকি ছিল। কিন্ত শাহিদা ও তার বোন খাবর খেতে বসে পলিথিনে রোষ্ট ভর্তি করছিল। আমি শাহিদাকে রোষ্ট নিতে মানা করায় সে আমাকে গালিগালাজ করতে থাকলে, আমি তাকে ধাক্কা দিয়ে ফেলে দেই। কিন্ত কোনো মারধর করিনি।

এ বিষয়ে শাহিদার বোন স্বাধীনা বাদী হয়ে শ্রীনগর থানায় একটি অভিযোগ করেছেন।

error: দুঃখিত!