মুন্সিগঞ্জ ১২নভেম্বর, ২০১৯, সিরাজদিখান প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের সিরাজদিখানে বিষপানে মো.জামাল হোসেন (৫০) নামের এক ব্যবসায়ী আত্মহত্যা করেছে।
সোমবার (১১ নভেম্বর) বিকালে ঢাকা মিডফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত জামাল হোসেন উপজেলার বালুচর ইউনিয়নের খাসমহল বালুচর গ্রামের মৃত মজর আলীর ছেলে । সে পেশায় কাপড় ব্যবসায়ী ছিলেন ।
বালুচর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবুল হোসেন সত্যতা স্বীকার করে বলেন, ‘গতকাল সোমবার দুপুরে জামাল হোসেন তার নিজ বাড়িতে বিষপান করে। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে দ্রুত তাকে ঢাকা মিডফোর্ড হাসপাতালে নিয়ে যায় এবং সন্ধ্যায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। জামাল হোসেন কাপড়ের ব্যবসা করত বালুচর বাজারে তার দোকানও আছে লোকমুখে শুনেছি দেনা গ্রস্থ হয়ে সে বিষ পানে আত্মহত্যা করেছে । ’
সিরাজদিখান থানার ওসি মো.ফরিদ উদ্দিন জানান, বিষয়টি আমাকে একজন ফোন করে জানিয়েছে। শুনেছি ঢাকা মিটফোর্ড হাসপাতালে মারা গেছে আমাদের কাছে এখনো কেউ আসেনি ।