মুন্সিগঞ্জ, ১৯ জুন ২০২৪, নিজস্ব প্রতিনিধি (আমার বিক্রমপুর)
মুন্সিগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী তীরবর্তী লৌহজং-তেউটিয়া ইউনিয়নের বড় নওপাড়া এলাকা থেকে একটি বিষধর রাসেল ভাইপার সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। পরে সেটিকে সাপুড়েরা নিয়ে যায়।
আজ বুধবার বিকাল ৪ টার দিকে বড় নওপাড়ার পুরাতন থানার কোয়ার্টার সংলগ্ন একটি গাছের আড়ালে সাপটিকে দেখতে পান স্থানীয় ব্যবসায়ী পলাশ মাদবর (২৫)। পরে তিনি স্থানীয়দের ডেকে নিয়ে আসলে তারা সাপুড়েদের খবর দেন। সাপুড়েরা এসে সেটিকে উদ্ধার করে নিয়ে যান।
স্থানীয় রাসেল হোসেন নিরব বলেন, ‘বিকালে ওই ব্যবসায়ীসহ কয়েকজন হাটাচলা করার সময় হঠাৎ জোরেজোরে সাপের হিস হিস শব্দ পেয়ে থমকে দাড়ান। পরে তারা একটি গাছের আড়ালে সাপটি দেখতে পান। এরপরই সাপুড়েদের খবর দিলে তারা সেটিকে উদ্ধার করে নিয়ে যান।’